বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ১৮:৫২

ফরিদগঞ্জে ঢাকাস্থ লাউতলী কল্যাণ সমিতির মাস্ক বিতরণ

নূরুল ইসলাম ফরহাদ
ফরিদগঞ্জে ঢাকাস্থ লাউতলী কল্যাণ সমিতির মাস্ক বিতরণ

উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ‘ঢাকাস্থ লাউতলী কল্যাণ সমিতি’ মাস্ক বিতরণ করেছে। ২৮ আগস্ট শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ফরিদগঞ্জ সদর, রূপসা এবং লাউতলী এলাকার ২১টি স্থানে মোট দুই হাজার একশ মাস্ক বিতরণ করা হয়।

সকাল দশটায় ফরিদগঞ্জ সদরে ‘আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন পাঠাগার’এ মাস্ক বিতরণ পূর্বে ‘ঢাকাস্থ লাউতলী কল্যাণ সমিতি’র নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় উপস্থিত ছিলেন- একুরেন্ট কনসালটেন্ড’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইউ, ঢাকাস্থ লাউতলী কল্যাণ সমিতির সহ-সভাপতি মো.জাকির হোসেন খান। এ সময় মো.জাকির হোসেনকে ফুল দিয়ে বরন করে নেন ফরিদগঞ্জ লেখক ফোরাম ও ফরিদগঞ্জ বার্তা পাঠক ফোরামের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফরিদগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক মো. বিল্লাল হোসেন সাগর, জেলা পরিষদ সদস্য ও ফরিদগঞ্জ বার্তা পাঠক ফোরামের ফরিদগঞ্জ শাখা কমিটির সভাপতি মো.মশিউর রহমান মিটু, সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ, ফরিদগঞ্জ লেখক ফোরাম’র উপদেষ্টা মোস্তফা কামাল মুকুল, উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহা-পরিচালক নূরুল ইসলাম ফরহাদ, ঢাকাস্থ লাউতলী কল্যাণ সমিতির সমাজ কল্যান সম্পাদক তৌফিক হোসেন পলাশ, অর্থ সম্পাদক মনির হোসেন খান, প্রকৌশলী ইফতেখার হোসেন, ফরিদগঞ্জ লেখক ফোরামের সাবেক সভাপতি কবি ফাতেমা আক্তার শিল্পী, বর্তমান কমিটির যুগ্ম-সম্পাদক মো.সাহেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাধন কুমার শীল, ফরিদগঞ্জ বার্তা পাঠক ফোরামের দপ্তর সম্পাদক ওমর ফারুক, ফরিদগঞ্জ লেখক ফোরামের অর্থ সম্পাদক কাউছার হোসেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক তারেকুর রহমান তারু প্রমুখ। অনুষ্ঠান শেষে লেখক অমৃত ফরহাদ রচিত ‘আমাদের ফরিদগঞ্জ : ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থটি মো. জাকির হোসেনের হাতে তুলে দেওয়া হয়।

দিনের অন্যান্য সময় রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়, লাউতলী হোসেনিয়া হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসা, মাদ্রাসাই মদিনাতুল উলুম আল ইসলামিয়া লাউতলী, এ.বি.এম শাহ আলম বালিকা উচ্চ বিদ্যালয়, আলহাজ¦ ফজলুল করিম মাস্টার স্মৃতি পাঠাগার ও আমিরা বাজারে মাস্ক বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়