প্রকাশ : ২৬ আগস্ট ২০২১, ২০:২৭
পরিকল্পনা প্রতিমন্ত্রীর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থান ও নদী ভাঙ্গণ এলাকা পরিদর্শন
চাঁদপুরের কৃতি সন্তান, নবনিযুক্ত পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম (মোহন) মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো গত ২৫ আগস্ট নিজ জেলা চাঁদপুরে আসেন। প্রথম দিনে নিজ উপজেলায় কার্যক্রম শেষে সন্ধ্যায় চাঁদপুর সার্কিট হাউসে এসে রাত্রিযাপন করেন।
|আরো খবর
এরপর ২৬ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলায় কর্মরত সরকারি কর্মকর্তাবৃন্দের সাথে চাঁদপুর জেলার উন্নয়ন বিষয়ক মতবিনিময় করেন। সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে চাঁদপুর জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় করেন।
এরপর পরিকল্পনা প্রতিমন্ত্রী চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। উক্ত স্থান পরিদর্শন শেষে তিনি বেড়িবাঁধ এলাকা ঘুরে দেখেন। সেখান থেকে চাঁদপুরের পর্যটন এলাকাখ্যাত রেলওয়ে বড়স্টেশন এলাকার মোলহেড ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম দিনব্যাপী চাঁদপুর জেলার সামগ্রিক উন্নয়ন, নদীভাঙন, চাঁদপুর শহর রক্ষা, শিক্ষার উন্নয়ন এবং চাঁদপুরে পর্যটন শিল্পের উন্নয়নসহ চাঁদপুরের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের সম্ভাবনা যাচাই এবং সংশ্লিষ্ট সকলকে দিকনির্দেশনা প্রদান এবং জনস্বার্থে সরকারের উন্নয়ন মুলক কর্মকাণ্ড দ্রুততার সাথে সম্পূর্ণ করে জনগণকে সুফল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন।