প্রকাশ : ২৫ আগস্ট ২০২১, ২০:০২
হাইমচরে দৈনিক শপথ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুর শহর থেকে প্রকাশিত চাঁদপুরের পত্রিকা দৈনিক শপথের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল ২৫ আগস্ট বুধবার হাইমচর উপজেলা হলরুমে দৈনিক শপথ পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। বৈশ্বিক মহামারী কোভিড-১৯-এর কারণে এবার স্বল্প পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান করা হয়েছে।
|আরো খবর
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ভূমি) আবদুল্লাহ আল ফয়সাল, হাইমচর মহাবিদ্যালয় সরকারি কলেজ অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান দুলাল পাটওয়ারী, ৬নং চরভৈরবী ইউনিয়ন চেয়ারম্যান আহাম্মদ আলী মাষ্টার। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক শপথের হাইমচর প্রতিনিধি মোঃ সবুজ হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন, হাইমচর প্রেসক্লাব সহ সভাপতি ফারুকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম ইসমাইল হোসেন, যুগ্মসম্পাদক জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক দিপু পাটওয়ারী, প্রচার সম্পাদক হাসান আল মামুন, দপ্তর সম্পাদক শরীফ হোসেন, চাঁদপুর বার্তা হাইমচর প্রতিনিধি শরীফ মোঃ মাছুম বিল্লাহ, সাংবাদিক শাহআলম, চাঁদপুর দর্পন প্রতিনিধি জাহিদুল ইসলাম, মতলবের আলো প্রতিনিধি হোসেন গাজী, চাঁদপুর সংবাদ কবির কোতোয়াল সহ কর্মরত সাংবাদিকবৃন্দ।