প্রকাশ : ২৫ আগস্ট ২০২১, ১৯:২৩
চাঁদপুর সেতুতে আলোর ব্যবস্থা জরুরি
চাঁদপুর - ফরিদগঞ্জ -রায়পুর সড়কের চাঁদপুর সেতুটি সন্ধ্যা ঘনিয়ে আসলে অন্ধকারে পরিণত হয়ে পড়ে।
|আরো খবর
প্রতিদিন ভোর হতে গভীর রাত পর্যন্ত সেতুটি যানবাহন চলাচলে ব্যস্ত থাকে। কিন্তু সন্ধ্যার পর হতেই সেতুটি অন্ধকারে পরিণত হয়ে পড়ে। এতে করে সেতু এলাকা অনিরাপদ হয়ে পড়েছে।
প্রায় রাত ১০ টার পর সেতুতে অনেকে ঘুরতে আসে। কিন্তু সেতুতে আলোর ব্যবস্থা না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। এমনকি কিছু খারাপ প্রকৃতির লোক, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীরা মাদক পাচারের কাজে লিপ্ত থাকে। এমনকি রাত ১২টার পরে মোটর সাইকেল, সিএনজি স্কুটার নিয়ে জড়োসড়ো হয়ে থাকতে দেখা যায়।
একটি সূত্র জানায়, প্রায় রাতে মাদক ব্যবসায়ীরা মাদকের টাকা নিয়ে ঝগড়া করে থাকে। এ ঝগড়াকে কেন্দ্র করে যে কোনো সময় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। জনস্বার্থে চাঁদপুর সেতুতে আলোর ব্যবস্থা করা একান্ত জরুরি বলে স্থানীয়রা মনে করেন।
এ ব্যাপারে চাঁদপুরের কৃতী সন্তান শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনির আশু হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।