প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ১৩:৩৩
চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের মূল সড়কের বেহাল দশা
স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সচেতন মহলের দাবি সড়কটি দ্রুত মেরামতের
হাইমচর উপজেলাধীন চরভাঙ্গা গ্রামে ১৯১০ সালে প্রতিষ্ঠিত হয ঐতিহ্যবাহী চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় এবং ১৮নং চরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের পশ্চিম পাশের রাস্তার বর্তমানে বেহাল দশা। সাধারণত একটা অটোরিকশা চললে রাস্তায় কোনো হাটার জায়গা থাকে না। সম্পুর্ন ঝুঁকি নিয়ে চলাফেরা করেন যাত্রীরা।
|আরো খবর
এলজিইডির উপজেলা কর্মকর্তারা কিছুদিন আগেও এ রাস্তার অবস্থা পরিদর্শন করেন। কিন্তু আজও হয়নি রাস্তা মেরামতের কাজ। দেশে করোনা প্রাদুর্ভাব থাকার কারনে সরকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন । এদিকে আবারো স্কুল-কলেজ খুলে দেয়ার চিন্তা ভাবনা করছেন সরকার। বর্তমানে চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় এবং চর ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৭০০ থেকে ৮০০ শিক্ষার্থী অধ্যায়ন করছে। সরকার যে কোন সময় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারেন।
এমতাবস্থায় যদি চর ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের পুকুরের সাথে মূল সড়ক টি মেরামত করা না হয় তবে যে কোন সময় ঘটতে পারে মারাত্মক দূরঘটনা। স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সচেতন মহলের দাবি সড়কটি দ্রুত মেরামতের