প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ২০:০৭
দিপু চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে মিলদা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ ডিসেম্বর বিকেলে উপজেলার ছেংগারচর পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়মীলীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও চাঁদপুর -২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
|আরো খবর
তিনি বলেন, দিপু চৌধুরীর জন্য আপনাদের এত মায়া আমি জানতাম না। তার জানাজায় দেখেছি হাজার হাজার জনতার উপস্থিত এবং ওয়ার্ডে মিলাদ ও দোয়াও হাজার হাজার মানুষের উপস্থিতি তার প্রমান। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে।
তিনি আরো বলেন, দিপুর মন অনেক বড় ছিল। মানুষের বিপদে আপদে জাপিয়ে পরতো। ছাত্রলীগ এবং যুবলীগকে সু-সংগঠিত করে রেখেছিলেন।
ছেংগারচর পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আল-আমীন সরকারপরর সভাপতিত্বে এবং পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারি, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা আওয়ামীলীগ নেতা বোরহান চৌধুরী, জহিরাবাা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মোক্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, সদস্য প্রফেসার আহসান উল্লাহ, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়মীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা সাগর আহমদ, আশরাফুল হাসান দিপু।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
পরে সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, দিপু চৌধুরী গত ২৮ নভেম্বর ব্রেইন স্ট্রোক করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২রা ডিসেম্বর মারা যান।