শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৯:৪০

এবার চাঁদপুর জেলা হাসপাতালে আনসার মোতায়েন

এবার চাঁদপুর জেলা হাসপাতালে আনসার মোতায়েন
অনলাইন ডেস্ক

আড়াই'শ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এবার আনসার দায়িত্ব পালন করবে। মঙ্গলবার (৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিঃ) তারিখ হতে ১২জন আনসার মোতায়েন করা হয়। ৩ শিফটে চারজন করে আনসার সদস্য ডিউটি করবে বলে জানা যায়।

তারা হাসপাতাল চত্বরে সৃষ্ট যানজট নিয়ন্ত্রণ,রোগীদের আসা যাওয়ার পথ সুগম, চিকিৎসা সেবা প্রদানে ভিড় এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখবে। এমনকি দালালদের দৌরাত্ম বন্ধেও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান বলেন, হাসপাতালের সামনের গেদারিং, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য আনসার মোতায়ন চেয়েছিলাম।

অনেক চেষ্টা ও লেখালেখির পর ১২জন আনসার মোতায়েন আমরা পেয়েছি। তারা এখন দায়িত্ব পালন করছে। । 

আশা করি হাসপাতালের সামনে বিভিন্ন যানবাহনের জটলা, পাবলিক ও মেডিকেল রিপ্রেজেনটিভ গেদারিং অনেকাংশ কমে আসবে। সেই সঙ্গে দালালদের তৎপরতাও বন্ধ হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়