প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৯:৪০
এবার চাঁদপুর জেলা হাসপাতালে আনসার মোতায়েন
আড়াই'শ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এবার আনসার দায়িত্ব পালন করবে। মঙ্গলবার (৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিঃ) তারিখ হতে ১২জন আনসার মোতায়েন করা হয়। ৩ শিফটে চারজন করে আনসার সদস্য ডিউটি করবে বলে জানা যায়।
|আরো খবর
তারা হাসপাতাল চত্বরে সৃষ্ট যানজট নিয়ন্ত্রণ,রোগীদের আসা যাওয়ার পথ সুগম, চিকিৎসা সেবা প্রদানে ভিড় এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখবে। এমনকি দালালদের দৌরাত্ম বন্ধেও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান বলেন, হাসপাতালের সামনের গেদারিং, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য আনসার মোতায়ন চেয়েছিলাম।
অনেক চেষ্টা ও লেখালেখির পর ১২জন আনসার মোতায়েন আমরা পেয়েছি। তারা এখন দায়িত্ব পালন করছে। ।
আশা করি হাসপাতালের সামনে বিভিন্ন যানবাহনের জটলা, পাবলিক ও মেডিকেল রিপ্রেজেনটিভ গেদারিং অনেকাংশ কমে আসবে। সেই সঙ্গে দালালদের তৎপরতাও বন্ধ হবে।