মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ২০:২৩

রাতের আঁধারে দুঃস্থদের খাদ্য সহায়তা দিয়েছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১

কামরুজ্জামান টুটুল
রাতের আঁধারে দুঃস্থদের খাদ্য সহায়তা দিয়েছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১

রাতের আঁধারে দুস্থদের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ আয়োজন করে।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সদর দপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনায় সমিতি ১ এর আওতাধীন এলাকার ১ হাজার ২৫০ জন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে গত কদিন ধরে রাতের আঁধারে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরনকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, জনপ্রতি ৫৫০ টাকার সমমূল্যের পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি মশুর ডাল, এক কেজি লবন, আধা লিটার সয়াবিন তৈল দেয়া হয়।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. কেফায়েত উল্যাহ্ জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি যারা এখনো বিদ্যুৎ সংযোগ গ্রহন করেনি, শোকের মাস উপলক্ষে তাদেরকে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। এ জন্য ইতিমধ্যে মধ্যে আমরা হাট-বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লায় মাইকিং এবং সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছি।

এ সময় তিনি আরো বলেন, এর আগে একই সমিতি কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণ প্রতিরোধে ও জনসমাগম এড়াতে সমিতির আওতাধীন এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে তালিকা করে এবং তাদের সহযোগিতায় ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়