প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৬
মতলব দক্ষিণে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন দীপু চৌধুরী
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরীর দীপুর ২য় নামাজে জানাজা আজ ৩ ডিসেম্বর বাদ আছর মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
এ সময় সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী, চাঁদপুর-২ আসনের নৌক প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। জানাজা নামাজ পড়া মতলব উপজেলা মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মুফতি মোর্শেদুল আলম সিরাজী।
এদিকে দীপু চৌধুরীর মরদেহ মতলব দক্ষিণে এসে পৌছলে হাজার হাজার নেতা কর্মী ও সমর্থক তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান এবং অশ্রæসিক্ত নয়নে বিদায় জানান।
জানাজার পূর্বে মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, মতলব পৌরসভা, মতলব পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগসহ সকল সহযোগি সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। শেষ বারের মতো ফুলেল শ্রদ্ধা জানান মরহুমের পুত্র আশফাক চৌধুরী মাহি।
এছাড়াও জানাজায় অংশগ্রহণ করেণ
শরিয়তপুর-৩ আসনের এমপি নাঈম রাজ্জাক, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ভূঁইয়া, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভ‚ইয়া, উপজেল পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জহির সরকার, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমার ঘোষ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, আওয়ামী লীগ নেতা আবুল কালাম মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শ্যামল চন্দ্র দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হোসাইন মোহাম্মদ কচি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাফ হোসেন অনিক পাটোয়ারী, সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না, উপজেলা তাতি লীগের আহবায়ক জালাল উদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার ৫টা ২৭ মিনিটে ঢাকার ইউনাইটেট হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরীর দীপু মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে................. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আজ রবিবার প্রথম নামাজে জানাজা মোহনপুর মরহুমের নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। আগামীকাল সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ৪র্থ নামাজে জানাজা ঢাকার আগার জামে মসজিদের অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাঁকে মরদেহ দাফন করা হবে।