শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১৯:১৯

মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের উদ্যেগে শীর্তার্তদের মাঝে কম্বল বিতরণ ও ওয়াজ মাহফিল

মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের উদ্যেগে শীর্তার্তদের মাঝে কম্বল বিতরণ ও ওয়াজ মাহফিল
মাহবুব আলম লাভলু

চাঁদপুরের মতলব উত্তরে অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন সারা ফাউন্ডেশনের উদ্যেগে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার ১লা ডিসেম্বর বিকেলে উপজেলার গজার ইউনিয়নের ডুবগী গ্রামে আরব আলী প্রধান বাড়িতে এ কম্বল বিতরণ করা হয়েছে। বৃদ্ধ পুরুষ-মহিলা, অসহায়,গরীব ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, সারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক - আমিরুল ইসলাম রাসেল, সভাপতি - শাহাদাত হোসেন আনোয়ার, সাধারণ সম্পাদক - শাহাদাৎ হোসেন, সহ-সভাপতি - খাদিজা আক্তার, দপ্তর সম্পাদক - মোঃ নিহাল সরদার সদস্য -মুন্না সরদার, ত্রান দুর্যোগ বিষয়ক সম্পাদক - রাকিবুল ইসলাম রাকিব।

এসময় সারা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম রাসেল বলেন, মানবতার কল্যাণে সকলকে নিয়ে এই সংগঠন পথচলছে। এই সংগঠন অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছি। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান।

পরে একই স্থানে আরব আলী প্রধান বাড়িতে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দেশ বরেন্য ওলাময়ে কেরাম কেরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান পেশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়