প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ১৫:৩৭
চাঁদপুরে করোনা ভ্যাকসিন নিতে আবারো উপচে পড়া ভিড়
করোনাভাইরাসের টিকা নিতে আবারো ভিড় বাড়ছে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দুটি টিকা কেন্দ্রে।
|আরো খবর
আজ ২৩ আগস্ট সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালের এবং লেডি প্রতিমা গালর্স স্কুল টিকা কেন্দ্রের ভ্যাকসিন গ্রহণ বুথে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। তবে যুব রেড ক্রিসেন্ট এর সদস্যরা সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে টিকা গ্রহণের কাজে সহযোগিতা করছেন।
চাঁদপুর সিভিল সার্জন অফিসের টিকা কর্মকর্তা সবুজ জানান, পূর্ব ঘোষিত টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। সকাল ৯টা থেকে টিকা দেয়া শুরু হয়। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেন হাজারো মানুষ। এখন সিনোফার্মের প্রথম এবং দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। যারা রেজিস্ট্রেশন করে মেসেজ পেয়েছেন তারা টিকা নিচ্ছেন।