বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ১৪:৫৬

ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিজয় স্যার আর বেঁচে নেই

মিজানুর রহমান
ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিজয় স্যার আর বেঁচে নেই

চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় শতবর্ষী শিক্ষাগুরু বাবু বিজয় চন্দ্র দে বিজয় স্যার আর বেঁচে নেই। তিনি আজ ২৩ আগস্ট সোমবার সকাল ৯ টা ৪৫ মিনিটের সময় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। তিনি ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। বিকেল ৫ টার সময় ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের নিজ বাড়ির শ্বশান ঘাটে প্রয়াতের শেষ কৃতের কাজ সম্পন্ন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

তার মৃত্যুর খবরে এদিন ফরক্কাবাদ ডিগ্রি কলেজ ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয় শিক্ষক মন্ডলী এবং ম্যানেজিং কমিটির পক্ষ থেকে এবং এলাকাবাসী তাদের শ্রদ্ধাভাজন প্রিয় বিজয় স্যারের প্রতি শেষ শ্রদ্ধা জানান। বিজয় স্যারের ছোট ছেলে নন্দন চন্দ্র দে জানান,তাঁর বাবা বার্ধক্যজনিত কারণে বাড়িতেই শয্যাশায়ী ছিলেন। সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আব্দুল হান্নান জানান তাদের প্রিয় বিজয় স্যার বিদ্যালয়ে ৩১ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে ১৯৮৮ সালে অবসর গ্রহণ করেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাকে অবসর দেয়নি, উপদেষ্টা হিসাবে নিযুক্ত রাখেন। শ্রদ্ধেয় বিজয় স্যার ভালো এবং নামকরা একজন ইংরেজি শিক্ষক ছিলেন। তার বহু ছাত্র-ছাত্রী সমাজে এখন প্রতিষ্ঠিত।

সর্বজন শ্রদ্ধেয় বিজয় স্যারের মৃত্যুতে সকলের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়