শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৯:৩১

দাম্মাম অগ্নিকাণ্ডে হাজীগঞ্জের দুলাল মারা গেছে

কামরুজ্জামান টুটুল
দাম্মাম অগ্নিকাণ্ডে হাজীগঞ্জের দুলাল মারা গেছে

সৌদিআরবের দাম্মাম  অগ্নিকাণ্ডের ঘটনায় হাজীগঞ্জের  মজিবুর রহমান দুলাল (৫২) নামের এক বাংলাদেশী প্রবাসী মারা গেছেন। তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড এনায়েতপুর গ্রামের হাবিবুল্লাহ্ বেপারী বাড়ির বাসিন্দা। গত ১৯ নভেম্বর (রোববার) তিনি সৌদিআরবের দাম্মাম প্রদেশের আল-মুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত ১৭ নভেম্বর দাম্মামে একটি অগ্নিকান্ডের ঘটনায় দুলাল মারাত্বক দগ্ধ হন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে পৌরসভার স্থানীয়  ওয়ার্ড কাউন্সিলর মো. আজাদ হোসেন মজুমদার জানান, গত ১৭ নভেম্বর (শুক্রবার) মজিবুর রহমান দুলাল দাম্মামে অগ্নিকাণ্ডে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় আল-মুনা হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেখানে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের ভাই জাহাঙ্গীর আলম  জানান, পারিবারিক স্বচ্ছলতার আশায় ২০০৫ সালে সৌদিআরবের দাম্মামে যান ভাই । গত ১৮ বছর যাবৎ তিনি দাম্মামের ‘বিতমান’ নামক একটি কোম্পানিতে চাকরি করতেন এবং সেখানেই তিনি অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়ে মারা যান।

নিহত মজিবুর রহমান দুলালের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এদিকে স্বামীর মৃত্যুর খবর পেয়ে স্ত্রী সাজুদা বেগম কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি স্বামীর মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন। দুলালের মৃত্যুর খবর পেয়ে তার নিকট আত্মীয়-স্বজনসহ ওই বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়