প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ০০:১৭
চাঁদপুরে ৩০৬ জনে ৪৫ জনের করোনা
২২ আগস্ট রোববার চাঁদপুর জেলায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৪.৭০ শতাংশ। এক মাসেরও বেশি সময়ের মধ্যে এটাই চাঁদপুরে সর্বনিম্ন করোনা শনাক্তের হার। এদিন ৩০৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া একইদিন ১৮৫ জন করোনা পজিটিভ রোগীকে সুস্থ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
নতুন শনাক্ত হওয়া ৪৫ জন হচ্ছে : চাঁদপুর সদর ১৮, হাইমচর ৭, ফরিদগঞ্জ ২, হাজীগঞ্জ ৬, মতলব উত্তর ৩, শাহরাস্তি ৫ ও মতলব দক্ষিণ উপজেলায় ৪ জন।
নতুন আক্রান্ত হওয়া ৪৫ জনসহ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৪০৮০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২৩০৮ জন, মারা গেছেন ২৩ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৫৪৯ জন।