শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ২২:৫১

চাঁদপুর পৌর কর্মচারী সংসদ নির্বাচনে মফিজ-মানিক-বাতেন পরিষদ বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত

চাঁদপুর পৌর কর্মচারী সংসদ নির্বাচনে  মফিজ-মানিক-বাতেন পরিষদ বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত
গোলাম মোস্তফা

চাঁদপুর পৌরসভার পৌর কর্মচারীদের কল্যাণে কাজ করার জন্য গঠিত চাঁদপুর পৌর কর্মচারী সংসদ নির্বাচন ২০২৩ ইং অনুষ্ঠিত হয়।

সংগঠনটির গঠনতন্ত্র মোাতাবেক সংগঠনের সদস্যদের গোপন রায় বা মতামতের ভিত্তিতে প্রতি দু’বছর পর প্রতিনিধি নির্বাচন হয়। সেই মোতাবেক চাঁদপুর পৌর কর্মচারী সংসদের সাবেক কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন পরিষদের কার্যকরী পরিষদ ২০২৩ইং গঠন বা গনতান্ত্রিক পদ্ধতিতে কার্যকরী পরিষদ গঠনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ৫ নভেম্বর ছিলো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

কিন্তু পৌর কর্মচারী সংসদের নির্বাচনে সংগঠনের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নির্ধারিত তারিখে একটি মাত্র প্যানেল জমা পড়ে। ফলে নির্ধারিত সময়ে আর কোনো প্যানেল জমা না পড়ায় পৌর কর্মচারী সংসদ নির্বাচন -২০২৩ এর নির্বাচনে পৌর কর্মচারী সংসদ নির্বাচন পরিচালনায় গঠিত নির্বাচন কমিশন বিনা একমাত্র প্যানেল মফিজ -মানিক-বাতেন পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে।

গতকাল ৫ নভেম্বর রোববার বিকেলে চাঁদপুর পৌর কর্মচারী সংসদের কার্যালয়ে পৌর কর্মচারী সংসদ নির্বাচন ২০২৩ গঠিত নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও চাঁদপুর পৌর সভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছের উপস্থিতিতে ও অনুমতিক্রমে ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সোহেল রানা চাঁদপুর পৌর কর্মচারী ও নির্বাচনে অংশগ্রহণকারী একমাত্র প্যানেল মফিজ-মানিক-বাতেন পরিষদের ১৯ জন প্রার্থী কে বিজয়ী

ঘোষণা করেন।

চাঁদপুর পৌর কর্মচারী সংসদ নির্বাচন ২০২৩ইং নির্বাচনে ঘোষিত বিজয়ী প্রার্থীরা হলেন : সভাপতি মো. মফিজ উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক আবদুল বাতেন মিয়াজী, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান (মানিক), যুগ্ম সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফারজানা পারভীন (লাকী), কোষাধ্যক্ষ মো. বিল্লাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো. এমদাদ হোসেন মিলন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. রফি রাসেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, ক্রীড়া সম্পাদক মো. নজিবুর হক খান সেলিম, দপ্তর সম্পাদক মো. ফয়সাল আহম্মদ, প্রচার সম্পাদক মো. ওমর ফারুক, মহিলা সম্পাদিকা মোসামৎ নুরুন নাহার আক্তার, সহ মহিলা সম্পাদিকা মনিরুন্নাহার হীরা, কার্যকরী সদস্য শাহাজাদী হ্যাপী, আ. কাদের মিয়া, মো. শাহাদাৎ হোসেন, আ কাদির গাজী ও মো. শরীফ হোসেন ভূঁইয়া।

চাঁদপুর পৌর কর্মচারী সংসদের নির্বাচন ২০২৩ গঠিত নির্বাচন কমিশনের সদস্য সচিব চন্দনাথ ঘোষের পরিচালনায় এদিকে বিজয়ীদের নাম ঘোষণার পর বিজয়ীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন উক্ত নির্বাচনের প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার ও প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস।

এসময় উপস্থিত ছিলেন উক্ত নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ও পৌর কর্মচারী সংসদ নির্বাচনের নির্বাচন কমিশনার হাবিবুর রহমান দর্জি, ওমর ফারুক, মো. মুসলিম বেপারী ও শাহাজাহান মাঝি।

অপরদিকে সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে পৌর কর্মচারীদের প্রিয় সংগঠন পৌর কর্মচারী সংসদের নির্বাচন সফল ভাবে সমাপ্ত করায় নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মো. মফিজ উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক বাতেন মিয়াজী, সহ সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদিকা ফারজানা পারভীন লাকী, সদস্য শাহজাদী হ্যাপী।

সবশেষে মিষ্টি মুখের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়