মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১৮:৪১

চাঁদপুরে সুপারি গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক
চাঁদপুরে সুপারি গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে সুপারি গাছ থেকে পড়ে মিজান বেপারী (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ অক্টোবর ) ভোর সাড়ে ছয়টার দিকে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নগর গ্রাম গ্রামের গণি বেপারীর বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ । 

নিহত মিজান বেপারী ওই এলাকারই বাসিন্দা। তার স্ত্রী এবং ২ ছেলে,২ মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী বলেন, বাগানের একটি সুপারি গাছের নিচে মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা ওসি সাহেবকে বিষয়টি জানাই। থানার এসআই কুদ্দুছ মরদেহ উদ্ধার করে। তার হাত পা ভাঙ্গা ও মুখ থেতলে যায়। তার পাশেই সুপারি গাছে ওঠার শর্তা বা বেড়ি (গামছা বা দড়ির তৈরি এক ধরনের রশি যা গাছে ওঠার জন্য ব্যবহৃত হয়) ছিল। ধারণা করা হচ্ছে ভোর বেলায় তিনি সুপারি পাড়তে উঠেছিলেন। সেখান থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি মহসীন আলম বলেন, সুপারি গাছটি তার না। ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তির পান খাওয়ার অভ্যাস রয়েছে। নিজের প্রয়োজনে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এদিকে এলাকাবাসী জানান,লোকটি খুবই ভাল এবং নিরীহ একজন মানুষ ছিলেন। চেয়ারম্যান সাহেবেরও একই কথা।তার দুই ছেলে প্রবাসে থাকেন। এ ঘটনায় পরিবারের লোকজনের কোন অভিযোগ নেই।

পোস্টমর্টেম ছাড়া তার মরদেহ হস্তান্তরে প্রশাসনের কাছ থেকে লিখিত আবেদন করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়