শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ১৯:২১

শাহরাস্তিতে ব্র‍্যাকের যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে ব্র‍্যাকের যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা

“চিকিৎসায় যক্ষ্মা ভালো হয়” এই শ্লোগানে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচীর আওতায় চাঁদপুরের শাহরাস্তিতে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় ব্র্যাক শাহরাস্তি অঞ্চলের আয়োজনে শাহরাস্তি মডেল স্কুলে গ্রাম্য ডাক্তার, ফার্মাসিস্ট ও মেডিকেল রিপ্রেজেনটেটিভদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অচিন্ত্য কুমার চক্রবর্তী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী মোঃ ইব্রাহিম খলিল।

শাহরাস্তি মডেল স্কুলের সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ব্র‍্যাকের যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রোগ্রামের উপজেলা ব্যবস্থাপক আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, মেডিকেল রিপ্রেজেনটেটিভ আবদুল্লাহ আল মামুন, ফার্মাসিস্ট মোঃ আঃ রাজ্জাক, পল্লী চিকিৎসক জীবন মজুমদার, যক্ষ্মা থেকে আরোগ্য লাভকারী মোঃ তাজুল ইসলাম দুলাল প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, প্রাগৈতিহাসিক যুগ থেকে যক্ষ্মারোগ বিস্তার লাভ করে আসছে।

বর্তমানে আমাদের দেশে যক্ষ্মা এখন আর দুরারোগ্য ব্যাধি নয়। সঠিক চিকিৎসার মাধ্যমে যক্ষ্মা থেকে আরোগ্য লাভ সম্ভব।

প্রসঙ্গত, যক্ষ্মা শনাক্তকরণে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে মাইক্রোস্কপিক, জিন এক্সপার্ট ও এক্সরের ব্যবস্থা রয়েছে। শাহরাস্তি উপজেলায় ব্র্যাকের সহায়তায় বর্তমানে ৪ শ’ ৬৬ জন যক্ষ্মা রোগী চিকিৎসাধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়