বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ২০:২৭

দুর্গোৎসব নিয়ে পুজা উদযাপন পরিষদের সাথে এনএসআই'র বৈঠক

প্রবীর চক্রবর্তী :
দুর্গোৎসব নিয়ে পুজা উদযাপন পরিষদের সাথে এনএসআই'র বৈঠক

আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে পালনকল্পে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখা এবং উপজেলা পর্যায়ের সভাপতি এবং সম্পাদকদের সাথে মতবিনিময় করেছেন এনএসআই চাঁদপুর অফিস।

বৃহস্পতিবার( ২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় চাঁদপুর এনএসআই এর নিজস্ব কার্যালয়ে উপ-পরিচালক আরমান হোসেনের সভা-প্রধানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি পরেশ মালাকার, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, দপ্তর সম্পাদক রঞ্জিত সাহা মুন্না, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক লক্ষ্মণচন্দ্র সূত্রধর, চাঁদপুর পৌর শাখার সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, ফরিদগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, হাইমচর উপজেলা শাখার সভাপতি বিবেক লাল মজুমদার, কচুয়া শাখার সভাপতি ফনি ভূষণ, শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি নিখিল মজুমদার,মতলব দক্ষিণের সভাপতি কিশোর কুমার ঘোষ, মতলব উত্তরের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, হাজীগঞ্জের সঞ্জয় কর্মকার, হাজিগঞ্জ পৌর শাখার সভাপতি রাধাকান্ত রাজু। এসময়ে উপস্থিত ছিলেন এনএসআই চাঁদপুর অফিসের উপ-পরিচালক মেহেদী হাসান, সরকারি পরিচালক আব্দুল কুদ্দুস মাখনসহ উপজেলা পর্যায়ের এনএসআই কর্মকর্তা বৃন্দ।

সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ করতে এবং প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় বিষয় আলোচনা করেন। পূজা পরিষদ নেতৃবৃন্দ জানান, প্রতিটি মণ্ডপে ইতিমধ্যেই সিসি ক্যামেরা নিশ্চিত করা হয়েছে। পুজোর সময় আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে এবং নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এবছর চাঁদপুরের আটটি উপজেলায় মোট২২১টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়