প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ১৪:২৬
পদ্মা-মেঘনায় ২৬টি বাল্কহেড, ৩টি ড্রেজার জব্দ : আটক ৬০
চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২৭টি বালুবাহী অবৈধ নৌযান বাল্কহেড ও ৩টি ড্রেজার জব্দসহ ৬০ ব্যক্তিকে আটক করেছে নৌ পুলিশ।
|আরো খবর
রোববার সকালে ভোর দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের একাধিক টীম এ অভিযান চালায়। জব্দ করা বাল্কডেহগুলো দুপুরে মতলব ও চাঁদপুর নদীর পাড় এলাকায় রাখা হয়েছে।
আটক ব্যক্তিদের নৌ থানায় নিয়ে আসা হয়।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে সঙ্গিয় নৌ থানা ও ফাঁড়ি পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলার ডুবে রায়হানের ঘটনা প্রাণহানির ঘটনায় নৌ পুলিশ অভিযোগ ড্রেজার ও বালুবাহী নৌযান গুলোর উপর এই বিশেষ অভিযান পরিচালনা করেন বলে জানা যায়।