শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ২০:২৭

চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা জি কে আলমগীর, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোহাম্মদ মহিউদ্দিন, কচুয়া
চির নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা জি কে আলমগীর,   রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হাজারো মানুষের ভালোবাসায় গভীর শ্রদ্ধা নিবেদনে সিক্ত হয়ে চির নিদ্রায় শায়িত হলেন, বীর মুক্তিযোদ্ধা , উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জনপ্রিয় ব্যাক্তিত্ব জি কে এম আলমগীর মজুমদার (৭৫)। বুধবার সকাল ১০টায় উপজলার শ্রীরামপুর আলিম মাদ্রাসার মাঠে মরহুমের প্রথম জানাযা ও তাঁর নিজ গ্রামে ডুুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসায় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় শেষে দ্বিতীয় জানাযা অুনষ্ঠিত হয়।

তার মেঝো ছেলে জুনায়েদ আলম মজুমদার জানান, মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার স্পেশালাইজড়্ হাসপাতালে শেষ নিশ^াস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ এজমা,ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান।

তাঁর মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ ও আওয়ামী লীগ নেতা এনবিআরের সাবেক সচিব আলহাজ¦ গোলাম হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ জি কে এম আলগীর মজুমদারের মৃত্যুতের গভীর শোক ও সমাবেদনা প্রকাশ করেছেন।

জানাযা অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহÑসভাপতি ফজলে কাদের মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক, উপজেলার জাতীয় পার্টির আহ্বায়ক রুহুল আমিন, অধ্যাপক ওয়াদুদ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়াজী, মরহুমের মেঝো ছেলে জুনায়েদ আলম মজুমদার ।

এরহুমম জি কে এম আলমগীর উপজেলার ডুমুরিয়া গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারের সস্তান। ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মরহুমের দ্বিতীয় জানাযায় এলাকার শতশত ধর্মপ্রাণ মুসলমানরা অংশ গ্রহন করে।

ছবি: জি কে এম আলমগীর মজুমদারের জানাযা অনুষ্ঠান , ইনসেটে মরহুমের ফাইল ছবি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়