শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১০:০৯

ফরিদগঞ্জ পৌর এলাকায় টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করলেন মেয়র

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ পৌর এলাকায়  টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করলেন মেয়র

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ফরিদগঞ্জ পৌরসভায় নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ জুলাই) সকালে টিসিবি পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী কারা নির্যাতিত জননেতা ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

ফরিদগঞ্জ পৌরসভায় মোট ২ হাজার ৮ শ পরিবারের মাঝে টিসিবির পন্য বিতরনের অংশ হিসেবে ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এই পণ্য বিতরন করা হবে।

এই কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে এ পর্যায়ে ৩৪০ টাকার পন্য হিসেবে প্রতিজনকে দুই লিটার সয়াবিন তৈল, ২ কেজি মুসরি ডাল প্রদান করা হয়।

টিসিবি পণ্য বিক্রির উদ্বোধনের পূর্বে পৌর মেয়র সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা অত্যান্ত সু-শৃঙ্খল ভাবে টিসিবির পণ্য জনগনের কাছে পোঁছে দিচ্ছি। তা পেয়ে জনগন খুবই আনন্দিত। দ্রব্যমুল্যের উর্ধগতি রোধে মাননীয় প্রধান মন্ত্রীর এই পদক্ষেপের জন্য আমরা নেত্রীর কাছে কৃতজ্ঞ। দেশের চলমান উন্নয়ন ও জনগনের মাঝে সেবার মান আরো বাড়িয়ে দিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আসনটি কৃতজ্ঞতা স্বরুপ উপহার দিন।

এ সময় পৌরসভার কোষাধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রনেতা সাখাওয়াত হোসেন মিন্টু সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়