প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১৬:১৫
চাঁদপুরে মেঘনা ট্রেনের ইঞ্জিনের গরম পানিতে ঝলসে গেছে চালকের শরীর
চাঁদপুরে চট্টগ্রামগামী আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেন ইঞ্জিনের গরম পানিতে জলসে গেছে চালকের শরীর।তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করা হয়েছে।
|আরো খবর
১১ জুলাই মঙ্গলবার ভোর ৫টায় ট্রেন চালানোর আগ মুহুর্তে এ ঘটনা ঘটে। সূত্র মতে, প্রতিদিনকার মতো ১ হাজারের বেশি যাত্রী ধারণ ক্ষমতাবিশিষ্ট ১৮ বগির মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টায় চট্টগ্রামের উদ্দ্যেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। তখন ট্রেনের সহকারী লোকমটিভ মাষ্টার সাইদ মোঃ আবু তাহের দেখলেন ট্রেনের ইঞ্জিন মারাত্মক গরম হয়ে গেছে। পরে তিনি নিজ উদ্যোগে ইঞ্জিনের ভিতরে ঠান্ডা পানি ঢালতে গেলে সেই পানি গরম ইঞ্জিনের সাথে লেগে ছিটকে তার মুখ মন্ডল ও বুক ঝলছে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সদর হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর রেলওয়ের ভারপ্রাপ্ত ষ্টেশন মাষ্টার সোয়াইবুল সিকদার। তিনি বলেন, মেকানিক্যাল ত্রুটির কারনে ইঞ্জিন মারাত্মক গরম হয়ে যায়। এতে আমাদের একজন চালক তা ঠান্ডা করতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এখন তাকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং ইঞ্জিনও নষ্ট হয়ে গেছে।
তিনি আরও বলেন, আমরা ইঞ্জিন বিকল হওয়ায় ট্রেন বন্ধ রেখেছি। লাকসাম থেকে একটি ইঞ্জিন আনার চেষ্টা করছি। সেটি আসলে মেঘনা ট্রেনটি পুনরায় চালু সম্ভব হবে। যাত্রীদের এই অনাকাঙ্ক্ষিত ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করছি।
এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার ওসি মুরাদুল্লা বাহার বলেন, খবর পেয়েই আমরা চাঁদপুর বড়ষ্টেশন রেলকোর্ট ষ্টেশনে সঙ্গীয়ফোর্স তৎপর রয়েছি। নতুন ইঞ্জিন না আসা পর্যন্ত সকল যাত্রীকে মালামালসহ নিরাপদে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি।