শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ১৮:২৫

ঝালকাটিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে : চাঁদপুরের মাসুদের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
ঝালকাটিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে : চাঁদপুরের মাসুদের দাফন সম্পন্ন

ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি সাগর নন্দিনী-২’ নামে তেলবাহী জাহাজ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড দুর্ঘটনায় নিহত চাঁদপুরের মাসুদুর রহমান বেলালের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার মধ্যরাতে বেলালের মরদহ চাঁদপুর এসে পৌঁছায়। গতকাল মঙ্গলবার (৪ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সোবানপুর গ্রামের নিজ বাড়ীতে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

বিষয়টি নিশ্চিত করেন বাগাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন বিল্লাল গাজী। তিনি বলেন, আমি নিজে নামাজে জানাযায় উপস্থিত ছিলাম। মাসুদুর রহমান ওই জাহাজের ইঞ্জিন ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর থেকে জাহাজের ৪ জনের সাথে তিনিও নিখোঁজ ছিলেন।

৩ জুন সোমবার সকালে মাসুদুর রহমান বেলালসহ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার সোবানপুর গ্রামের সাদিকুর রহমানের ছেলে। পরিবার নিয়ে চাঁদপুর শহরের ছৈয়াল বাড়ি রোডে বাড়ীতে থাকতেন। মাসুদুর রহমান বেলাল দুই কন্যা সন্তানের জনক। বড় মেয়ে একটি প্রাইভেট মেডিকেলে শেষ বর্ষে এবং ছোট মেয়ে দ্বাদশ শ্রেনীতে পড়েন।

গত ১ জুলাই শনিবার দুপুর ২টার দিকে সুগন্ধা নদীতে ঝালকাঠি পৌর খেয়াঘাটের বিপরীত পাশে নোঙর করা অবস্থায় পদ্মা অয়েল কোম্পানির তেল বোঝাই ‘এমভি সাগর নন্দিনী-২’ জাহাজে হঠাৎ বিস্ফোরণও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় ওই জাহাজের ইঞ্জিনকক্ষের ওপরে থাকা মাস্টার ব্রিজটি পুরোপুরি ছিটকে নদীতে পড়ে যায়। ওই ঘটনায় মাসুদুর রহমান বেলালসহ ৪ জন নিখোঁজ হন। সোমবার (৩ জুন) বিকেল পর্যন্ত নিখোঁজ ৪জনের মরদেহ উদ্ধার হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়