প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০০:১২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের একযুগপূতি উৎসব ও মিলন মেলা
দেশকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার বাতিঘর শেখ হাসিনা : শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি
জমকালো আয়োজনে শিক্ষার্থীদের আড্ডায় চাঁদপুর শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের পথ চলার একযুগপূর্তি উপলক্ষে মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠান।
৩০ জুন শুক্রবার সন্ধ্যায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া চাঁদপুরের সন্তানরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শের দীক্ষায় একেকজন মানবিক সোনার মানুষ হবে। চাঁদপুরের মেয়ে হিসেবে আমি এই সংগঠনের সাথে আছি এবং থাকব। বঙ্গবন্ধু ছাড়া যেমন বাংলাদেশ হয় না, আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি বদলে যাওয়া আজকের সেই বাংলাদেশকে অসম্ভব রকম মায়ের মমতা দিয়ে একজন বিচক্ষণ রাজনীতিকের রাষ্ট্রনায়কের দৃঢ়তা দূরদর্শিতা সাহসিকতা দৃঢ় মনোবল দিয়ে যিনি দেশকেটাকে গড়ে তুলেছেন এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।তিনি কেবল আওয়ামী লীগের সভাপতিই নন, বাংলাদেশের শেখ হাসিনা এখন বিশ্বে নেতাও। উন্নয়নের যে পথ তিনি দেখাচ্ছেন। দেশেকে মূল ধারার উন্নয়নে নিয়ে আসতে বাংলাদেশের বাতিঘর শেখ হাসিনা।
শিক্ষামন্ত্রী আরো বলেন, চাঁদপুরের সন্তানরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে অবদান রেখে চলেছে তাদের এখনো অনেক কিছু করার আছে। আমার চাঁদপুর -৩ নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। ভাঙ্গন প্রবন এলাকা আল্লাহর রহমতে ভাঙ্গণরোধ করা সম্ভব হয়েছে। স্বপ্নের মেডিকেল কলেজ, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে। জুলাই মাসে আধুনিক চাঁদপুর নৌবন্দরের কাজও শুরু হচ্ছে।
তিনি বলেন, আমাদের যেতে হবে অনেক দূর, এখনো অনেক কিছু করার আছে। আগামী দিনেও এগিয়ে যেতে চাই। আপনারা প্রায় পনের বছর সেবা করার সুযোগ করে দিয়েছেন। আগামী দিনেও সুযোগ পাবো। তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
বাংলাদেশ পাওয়ার সেলের মহাসচিব ও আইইবি ঢাকা সেন্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন,
চবি'র ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।
উদ্বোধকের বক্তব্য রাখেন সংগঠনের পৃষ্ঠপোষক আনম শামীম হাসান।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চবি নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাছরিন আক্তার,পৃষ্ঠপোষক লায়ন মোঃ মুনির হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর আলম ফিরোজ,কাজী আবদুস সোবহান,মেজবাহ উদ্দিন মোর্শেদ,প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, চবি প্রাক্তন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, চবি'র প্রাক্তন ছাত্র ও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মহসীন আলম প্রমুখ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন সভাপতি মোঃ মাহফুজ আলম অনিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক ইবনে আরমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য দুর্জয়, দিদারুল আলম সজল,মাহমুদা আক্তার লিনা,মুনিরুদ্দিন সোহান,সাফায়েত হোসেন সাজু,মাজহারুল ইসলাম বিল্লাল,জাহিদ হোসেন,কাওসার হোসেন,
শামীম মিজি,হাবিবুল হাসান, নাদিম মোহাম্মদ হিমু,ফারুকুল ইসলাম,মোরদাছির হোসাইন প্রমুখ।
এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া চাঁদপুরের শিক্ষার্থীবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও পেশাজীবী ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই ভিডিও চিত্রের ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরা হয়।
আলোচনা পর্বের পর অতিথি বৃন্দকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর এ বিশ্ববিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।