শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১৮:২২

মতলব দক্ষিণে ‘দ্যা লুক’ আধুনিক পোষাক বিক্রয় প্রতিষ্ঠানের উদ্বোধন

রেদওয়ান আহমেদ জাকির
মতলব দক্ষিণে ‘দ্যা লুক’ আধুনিক পোষাক বিক্রয় প্রতিষ্ঠানের উদ্বোধন

মতলব দক্ষিণ উপজেলার এনএএম টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত দ্যা লুক নামে একটি আধুনি ও রুচীশীল পোষাক বিক্রয় প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি মাওলানা গোলাম সারওয়ার ফরিদী। দ্যা লুক-এর স্বত্বাধিকারী মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার সরকার লিখনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, মতলব সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, চাঁদপুর জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য তাছলিমা আক্তার, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, আওয়ামী লীগ নেতা হানিফ চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, ১নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাসার পারভেজ মিয়াজী, মহিলা কাউন্সিলর জোহরা খাতুন, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সহ সভাপতি মজিবুর রহমান সরকার, সাধারণ সম্পাদক ফয়সাল সরকার, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, আওয়ামীলীগ নেতা আনোয়ার সরকার, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, যুগ্ম সম্পাদক রেদওয়ান আহমেদ জাকিরসহ সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী,শিক্ষক ও সুধীজন।

উল্লেখ্য , মতলব দক্ষিণ উপজেলায় এই প্রথম অত্যাধুনিক মানের রুচীসম্মত রেডিমেট পোষাক বিক্রয়ের জন্য দি লুক নামক একটি মানসম্মত রুচিশীল গার্মেন্টস চালু হয়েছে। এখানে শিশু থেকে সব বয়সী নারী ও পুরুষদের তৈরী পোষাক বিক্রয় করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়