শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩, ১২:৫২

খাজুরিয়ায় শ্রী শ্রী দক্ষিণা কালিবাড়িতে নাট মন্দির নির্মাণ কাজ ও গীতা শিক্ষালয়ের উদ্বোধন

অনলাইন ডেস্ক
খাজুরিয়ায় শ্রী শ্রী দক্ষিণা কালিবাড়িতে নাট মন্দির নির্মাণ কাজ ও গীতা শিক্ষালয়ের উদ্বোধন

ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া শ্রী শ্রী দক্ষিণা কালিবাড়ি ও শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের নাট মন্দির নির্মাণ কাজ ও গীতা শিক্ষালয়ের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার ২০ এপ্রিল দুপুরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ।

বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কার্ত্তিক সরকারের সঞ্চালনায় ও খাজুরিয়া শ্রী শ্রী কালিবাড়ি রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি প্রণয় গোস্বামীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট্য ব্যবসায়ী পরেশ চন্দ্র মালাকার, পুজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, পুজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিতেশ চন্দ্র শর্ম্মা, সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার মজুমদার, পুজা উদযাপন পরিষদ স্থানীয় ইউনিয়ন শাখার সভাপতি কৃষ্ণ গোপাল অধিকারী, উক্ত মন্দিরের কোষাধ্যক্ষ সুবল চন্দ্র দাস, গীতা শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা গৌরাঙ্গ চন্দ্র দে প্রমুখ।

এ সময় গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, পুজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, পুজা উদযাপন পরিষদ স্থানীয় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক গণেশ লোধসহ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ নাট মন্দিরের নির্মাণ কাজ ও ফিতা কেটে গীতা শিক্ষালয়ের শুভ উদ্বোধন করেন ও গীতা শিক্ষালয়ের নবাগত শিক্ষার্থীদের মাঝে গীতা বিতরণ করেন। পরে প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ খাজুরিয়া শ্রীশ্রী দোল মন্দির প্রদর্শন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়