শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩, ১৯:২৫

মতলব উত্তরে মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধনে ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান

শেখ হাসিনা আলেমদের মর্যাদা রক্ষায় সর্বদা ভূমিকা রাখছেন

মাহবুব আলম লাভলু
শেখ হাসিনা আলেমদের মর্যাদা রক্ষায় সর্বদা ভূমিকা রাখছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন, ততদিনই তার সরকার আলেম-ওলামাগণের মর্যাদা রক্ষায় সর্বদা ভূমিকা রেখে যাবেন। পাশাপাশি কুরআন-সুন্নাহর জ্ঞান আহরণ এবং তার প্রচার ও প্রসারে ভূমিকা রাখবেন ৷

৭ এপ্রিল শুক্রবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর চরকাশিম জামে মসজিদে জুমার নামাজ আদায় পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জাতীয় দৈনিক সংবাদ সারাবেলার সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং বিলডেক্স নিট কম্পোজিট লিমিটেড ও মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চেয়ারম্যান কাজী মিজানুর রহমান একথা বলেন ৷

কাজী মিজান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার পিতার আদর্শ অনুসরণ করে অনেক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। তিনি ইসলামী অঙ্গনের শত বছরের স্বপ্ন ও দাবি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। দেড় শতাধিক বছরের ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসাকে বিকল্প শিক্ষাব্যবস্থা হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং এর সর্বোচ্চ সনদকে মাস্টার্সের সমমান প্রদান করেছেন।

নতুন মাদ্রাসা প্রতিষ্ঠা করে অসংখ্য কওমি আলেমের কর্মসংস্থান করেছেন। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ প্রতিষ্ঠা করে এর অধীনে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশের ধর্মপ্রাণ প্রতিটি প্রজন্মের কাছে বঙ্গবন্ধু কন্যার এসব অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।

জুমার নামাজ আদায় শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চরকাশিম মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার বহুতল ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান ৷

ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এখলাছপুর আল- আরাবিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মৌলবি মোঃ ইব্রাহীম সাহেব ৷

এ সময় উপস্থিত ছিলেন, এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম মুন্না ঢালী, এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম বাদশা ,সাংগঠনিক সম্পাদক মিন্নত বেপারী, উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সম্পাদক সিদ্দিক বকাউল,মোহনপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এবাদুল হক মৃধা, আওয়ামী লীগ নেতা কাজী গোলাম হোসেন,মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য বিল্লাল তপাদার, জহিরাবাদ ইউনিয়ন যুবলীগ নেতা শামিম বেপারী, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ লিটন সরদার, সাংগঠনিক সম্পাদক সোহেল ,যুবলীগ নেতা গফুর বাদশা, জসিম উদ্দিন, মুন্না বকাউলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়