বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ২২:০৯

রমজান উপলক্ষে সকল নাগরিক সেবা ‘ফ্রি’ ঘোষণা দিলেন ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান

মতলব উত্তর ব্যুরো
রমজান উপলক্ষে সকল নাগরিক সেবা ‘ফ্রি’ ঘোষণা দিলেন ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান

মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান তার নিজ উদ্যোগে মোহনপুর ইউনিয়নের সকল মানুষের জন্যে সকল নাগরিক সেবা ফ্রি ঘোষণা করেছেন। ১২ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১২টায় শপথ গ্রহণ শেষে বিকেলে মোহনপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম উদ্বোধনকালে সংক্ষিপ্ত আলোচনায় পবিত্র রমজান মাস উপলক্ষে সকল নাগরিক সেবা ‘ফ্রি’-এর এই ঘোষণা দেন। এর আগে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরপরই তিনি এই ঘোষণা দিয়েছিলেন।

চেয়ারম্যান কাজী মিজানুর রহমানের তাৎক্ষণিক এ ব্যতিক্রম উদ্যোগে মোহনপুরের মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।

মোহনপুর ইউনিয়ন পরিষদের সকল স্টাফদের উদ্দেশ্যে চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ থেকে সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সরকার নির্ধারিত ফি ছাড়া বাড়তি কোনো প্রকার টাকা-পয়সা নেয়া যাবে না এবং সেবা নিতে আসা প্রতিটি নাগরিককে যথা সময়ে নাগরিক সেবা প্রদান করতে হবে।

উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে কাজী মিজানুর রহমান বলেন, পবিত্র রমজান উপলক্ষে সকল প্রকার নাগরিক সেবা আমার পক্ষ থেকে ‘ফ্রি’র ঘোষণা দিলাম। আপনারা সকল প্রকার সেবা নিবেন এবং সেবা নিতে এসে হয়রানির শিকার হলে আমাকে জানাবেন। আমি ব্যবস্থা নিব এবং পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদ থেকে সেবা নিতে এসে সরকার কর্তৃক নির্ধারিত ‘ফি’ ছাড়া অতিরিক্ত কোনো টাকা-পয়সা কাউকে দিবেন না এবং যথা সময়ে আপনারা আপনাদের সেবা গ্রহণ করবেন। সেবা নিতে এসে সেবা পেতে বিলম্ব হলে বা কোনো ধরনের হয়রানির শিকার হলে সাথে সাথে আমাকে জানাবেন।

ইউনিয়ন পরিষদের কার্যক্রম শুরুর পর চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোহনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মোহনপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধাগণ, মোহনপুর ইউনিয়ন যুবলীগ ও মোহনপুর ইউনিয়ন পরিষদের স্টাফ ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

এছাড়াও চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান তার পরিবারবর্গ ৷

এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ফয়েজ সরকার, গোলাম হোসেন, ফজলুল হক সরকার, আওয়ামী লীগ নেতা আবু হানিফ প্রধান, শ্রমিক লীগ নেতা কাজী মানিক, মোঃ লিটন ভূঁইয়া, মোঃ মুক্তার হোসেন বেপারী, সংবাদ সারাবেলা পত্রিকার প্রকাশক ও মোহনপুর পর্যটনের সিইইউ কাজী জাফর, মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য, সংবাদ সারাবেলা পত্রিকার নির্বাহী সম্পাদক ও মোহনপুর পর্যটনের পরিচালক কাজী মোহাম্মদ হাবিবুর রহমান, মোহনপুর পর্যটনের জিএম কাজী মোহাম্মদ জাকির হোসেন, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল তপাদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী মতিন, ইউপি সদস্য মোঃ আল-আমিন প্রধান, মোঃ শাহাদাত, মেঃ রিয়াদ, মিজানুর রহমান হাওলাদার, মোঃ নাদির, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য উম্মুল আয়মা লাইলী, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ লিটন সরদার, সাংগঠনিক সম্পাদক সোহেল, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ মনির হোসেন ছৈয়াল, উপজেলা যুবলীগ নেতা কাজী মোঃ আনোয়ার হোসেন, জহিরাবাদ ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ শামিম বেপারীসহ মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়