শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ২১:৩৪

ঈদের আগে পুরাণবাজারের সব রাস্তা সংস্কার করা হবে : মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল

স্টাফ রিপোর্টার
ঈদের আগে পুরাণবাজারের সব রাস্তা সংস্কার করা হবে : মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল

চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেছেন, ঈদের আগে পুরাণবাজারের সব রাস্তা সংস্কার করা হবে। নিতাইগঞ্জ রাস্তার রিপিয়ার করা হয়েছে। মেরকাটিজ রোড নতুনভাবে করা হচ্ছে এবং সহসাই জাফরাবাদ-দোকানঘর যাওয়ার রাস্তাটির কাজ করা হবে।

তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌরসভার সংশ্লিষ্ট কাজে ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে রয়েজ রোড, মেরকাটিজ রোডের সংস্কার কাজ এবং মধুসূদন স্কুল মাঠ, লতিফ খান বাড়ি ও দেওয়ান আবুল খায়ের বাড়ি এলাকার রাস্তা ও ড্রেন সমস্যার বিষয়ে খোঁজখবর নিতে এসে চাঁদপুর কণ্ঠকে একথা বলেন।

তিনি আরো বলেন, মেরকাটিজ রোডটি ভেঙ্গে নতুনভাবে করা হবে। রাস্তার প্রশস্তকরণ বিষয়টিও দেখা হচ্ছে।

তিনি প্রায় দুই ঘন্টা ওইসব এলাকায় অবস্থান নিয়ে রাস্তার রিপিয়ার ও সংস্কার কাজের বিভিন্ন দিক ঘুরে দেখেন।

এ সময় প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এএইচএম সামছুদ্দোহা, নগর পরিকল্পনাবিদ সাজ্জাদ হোসেন, সহকারী প্রকৌশলী হাসান আহমেদ, পৌর কাউন্সিলর সোহেল রানা, কবির চৌধুরী, কাজের ঠিকাদার আঃ মজিদ খান ডেঙ্গু, ভাই ভাই ক্লাবের সাধারণ সম্পাদক বাদল খান, স্থানীয় আওয়ামী লীগ নেতা দুলাল কাজী, মোবারক হোসেন, হুমায়ুন বেপারী, খালেক খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়