প্রকাশ : ২৯ এপ্রিল ২০২২, ২২:১৪
ধর্মগুরু শ্রী মুরারি দাস বাবাজী মহারাজের নিত্যধামে গমন
হাজারো ভক্ত হৃদয়ের প্রাণের স্পন্দন, বহু ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণসহ সেবামূলক কাজের প্রাণপুরুষ, শ্রীধাম বৃন্দাবনস্থ শ্রী শ্রী মুরারি মোহন কুঞ্জের মহান্ত মহারাজ, প্রভুপাদ শ্রীল তিনকড়ি গোস্বামী মহোদয়ের চরণাশ্রিত ১০৮ মহান্ত শ্রীমৎ মুরারি দাস বাবাজী মহারাজ আর বেঁচে নেই। তিনি ২৯ এপ্রিল দুপুর সোয়া ১টায়, লক্ষ লক্ষ ভক্ত, শিষ্য ও অনুরাগীদের কাঁদিয়ে, ভারতের শ্রীধাম বৃন্দাবনস্থ মুরারি মোহন কুঞ্জে দেহত্যাগ পূর্বক নিত্যধামে গমন করেন (দিব্যান লোকানস্ গচ্ছতু)। তার দেহত্যাগে সমগ্র গৌড়ীয় বৈষ্ণব সমাজের এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন চাঁদপুর পুরাণবাজার শ্রী শ্রী রাধামুরারি মোহন জিউড় মন্দিরের অন্যতম প্রতিষ্ঠাতা ও শিষ্য রোটারিয়ান রিপন সাহাসহ মন্দিরের শ্রী সহদেব বর্মন, শ্রী সুমন দেবনাথ, রুমা পালসহ ভক্তবৃন্দ। তারা বলেন, সমগ্র গৌড়ীয় বৈষ্ণব সমাজ শ্রদ্ধা সহকারে চিরদিন তার অনবদ্য অবদানের কথা স্মরণ রাখবেন। তাঁর মহাপ্রয়াণে আমরা একজন পথ প্রদর্শককে হারালাম।
|আরো খবর