শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২২, ২০:৪৭

ডিএন হাই স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মজু স্যার আর নেই

স্টাফ রিপোর্টার
ডিএন হাই স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক মজু স্যার আর নেই

চাঁদপুর ডিএন হাই স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক এবং এই বিদ্যালয়েই প্রাক্তন ছাত্র মোজাম্মেল হক খান প্রিয় মজু স্যার আর বেঁচে নেই। তিনি ২৭ রমজান পবিত্র জুমাতুল বিদার দিন ২৯ এপ্রিল শুক্রবার বিকাল সাড়ে চারটার সময় শহরের বিপণীবাগস্থ নিজ বাড়িতে (ভূঁইয়া বাড়ি) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি----রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে, জামাতা নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন এবং অগণিত বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

ওইদিন রাত সাড়ে ৯টায় মরহুমের প্রথম জানাজার নামাজ চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজার নামাজ রাত সাড়ে দশটার সময় গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ঢালীরঘাট নাজির শাহ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে সেখানেই পারিবারিক কবরস্থানে মোজাম্মেল হক খান মজু স্যারকে সমাহিত করা হয়। জানাজার নামাজে চাঁদপুরের বিশিষ্টজনসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মরহুম মোজাম্মেল হক খান স্যার ছিলেন চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম রবিনের শশুর এবং লেডি দেহলভী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জেসমিন খানমের স্বামী ও আক্কাস আলী রেলওয়ে একাডেমির ইংরেজি শিক্ষক তানিয়া জেস মিনের পিতা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়