প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ১৮:৩৬
চাঁদপুরে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য তৈরি হচ্ছে ‘বীর নিবাস’
চাঁদপুর সদর উপজেলার ১২ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের নামে ‘বীর নিবাস’ বাসস্থান নির্মাণের বরাদ্দ এসেছে বলে উপজেলা নির্বাহী অফিসার অফিস সূত্রে জানা গেছে। তাঁর মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের (যাঁরা অসহায় ও দুস্থ) জন্য ০৪ (চার) শতাংশ জমির মধ্যে ১ম পর্যায়ে ১০টি "বীর নিবাস" বাসস্থান তৈরি করার লক্ষে লে আউট-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
|আরো খবর
৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে আশিকাটি ইউনিয়নে মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের জন্য 'বীর নিবাস' নির্মান কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট কাজ বাস্তবায়নের ঠিকাদার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরের প্রথম পর্যায়ে বরাদ্দ অনুযায়ী ১২টি সরকারি আবাসন নির্মাণ করবে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর নীতিমালা ও প্রজ্ঞাপন নির্দেশিকা অনুযায়ী “অসচ্ছল/ভূমিহীন বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন বরাদ্দ” সংক্রান্ত উপজেলা কমিটির সভায় ১২ জন অসচ্ছল/ভূমিহীন বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা চূড়ান্ত করে তাদের নামে বাসস্থান বরাদ্দের জন্য অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন বরাদ্দ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার একটি তালিকা জেলা প্রশাসকের নিকট প্রেরণ করেন। প্রেরিত তালিকা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধাদের নামে ‘বীর নিবাস’ নামে আবাসন নির্মাণ বরাদ্দ দেয়া হয়।