প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
রাজারগাঁও বাজারে দখলকৃত সম্পত্তি আদালতের রায়ে বুঝে পেলো মালিক পক্ষ
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও বাজারে প্রায় ২৪ বছর পর আদালতের রায়ে সম্পত্তি ফিরে পেলেন মালিক পক্ষ। আদালতের নির্দেশে মূল মালিক মোঃ মিজানুর রহমানকে সম্পত্তি লাল নিশানার মাধ্যমে বুঝিয়ে দেয়া হয়েছে। গত ২ জানুয়ারি সম্পত্তিটি বুঝিয়ে দেওয়া হয়। সম্পত্তি পেয়ে খুশি ভুক্তভোগী মিজানুর রহমান।
সরেজমিনে দেখা গেছে, চাঁদপুর বিজ্ঞ আদালতের নির্দেশে সিভিল কোর্ট কমিশনার মাহবুবুর রহমান সীমানা নির্ধারণ করে কোর্টের রায় বাস্তবায়নে সম্পত্তি মূল মালিককে বুঝিয়ে দিতে আসলে অভিযুক্ত আমির হোসেন মোল্লা গংয়ের তোপের মুখে পড়তে হয়েছে। কোর্টের রায় না মানতে চাওয়ায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে কোর্টের রায় মেনে নিলেও মানবিক দিক বিবেচনা করে দখলকৃত সম্পত্তির ওপর দোকানঘরের মালামাল ভাড়াটিয়াকে সরিয়ে নিতে দুই দিনের সময় বেঁধে দেয়া হয়। দখলে থাকা দোকানঘরের (দৈর্ঘ্য ২৪ ফুট, প্রস্থ ৯ ফুট) সম্পত্তিতে লাল কাপড়ের নিশানা উড়িয়ে প্রকৃত মালিক মিজানুর রহমান গংকে বুঝিয়ে দেয়া হয়।
মিজানুর রহমান জানান, ১৯৮১ ও ১৯৮৩ সালে মিজানুর রহমান গং দুবারে ১৮ শতক সম্পত্তি ক্রয় করেন আমির হোসেন মোল্লা গংয়ের কাছ থেকে। এর মধ্যে ৯ শতক সম্পত্তি বেদখলে চলে যায়। ক্রয়কৃত সম্পত্তি বুঝে পেতে ২০০০ সালে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। অবশেষে দীর্ঘ ২৪ বছর পর আদালতের রায়ে দখলকৃত সম্পত্তির মালিকানা ফিরে পাই।
সিভিল কোর্ট কমিশনার মাহবুবুর রহমান জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে রায় বাস্তবায়ন করার লক্ষ্যে প্রকৃত মালিক মিজানুর রহমান গংকে সম্পত্তি লাল নিশানার মাধ্যমে বুঝিয়ে দেয়া হয়েছে। এখন কেউ যদি পরবর্তীতে ঝামেলা করে সেই দায়ভার তাকেই নিতে হবে।