প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
কচুয়ায় বই উৎসব পালিত
সারাদেশের ন্যায় কচুয়ায় উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় কোয়াকোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেয়ার মধ্য দিয়ে এই বই উৎসবের উদ্বোধন করেন।
উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান, সহকারী উপজেলা কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মোঃ এমরান, উপজেলা শিক্ষা কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ জাকির হোসেন, কোয়াকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা জাবের মিয়া, আনোয়ার হোসেন শিকদার প্রমুখ।
কচুয়ায় এ বছর উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৭টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে একযোগে বই বিতরণ করা হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর প্রাথমিক পর্যায়ে ১ লক্ষ ৫৭ হাজার ২শ’ ৬৯ টি, ইবতেদায়ী মাদ্রাসায় ৭৩ হাজার ২শ’ টি, মাধ্যমিক পর্যায়ে ২ লক্ষ ৫০ হাজার ৩শ’ টি, মাদ্রাসা পর্যায়ে ১ লক্ষ ৫০ হাজার ৪শ’ ৪০টি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।