শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩, ০০:০০

ঈদের আগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে নিয়ন্ত্রণ কক্ষ
অনলাইন ডেস্ক

ঈদের আগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ১৮ দিনের জন্য নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) থেকে ঈদুল ফিতরের দুই দিন পর ২৩ এপ্রিল পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষটি বিকেল ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে এরপরও মোবাইল ফোনে যোগাযোগ অব্যাহত রাখা যাবে।

নিয়ন্ত্রণ কক্ষে প্রতিদিন একজন উপ-সচিবের নেতৃত্বে বিদ্যুৎ বিভাগের চারজন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। বিদ্যুৎ বিভাগ আজ তাদের ওয়েবসাইটে অফিস আদেশটি প্রকাশ করেছে। বাংলাদেশ সচিবালয়ের পাশে আব্দুল গণি রোডের বিদ্যুৎ ভবনের ১৪ তলায় নিয়ন্ত্রণ কক্ষটি স্থাপন করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষটির টেলিফোন নম্বর ০২-৪৭১২০৩০৯ এবং মোবাইল নম্বর ০১৭৩৯০০০২৯৩।

বিদ্যুৎ বিভাগ ছাড়াও প্রত্যেকটি বিতরণ কোম্পানির পৃথক পৃথক নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে। এ ছাড়া ঢাকার দুই বিতরণ কোম্পানি ডেসকো এবং ডিপিডিসির পৃথক হটলাইন নম্বরও রয়েছে। গ্রাহক বিদ্যুৎসংক্রান্ত যেকোনো ভোগান্তির জন্যই সেখানে ফোন করে সহায়তা নিতে পারেন। এরপরও সারা দেশের জন্য কেন পৃথক নিয়ন্ত্রণ কক্ষ জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা বলেন, গ্রাহককে আরও ভালো সেবা দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া। সাধারণ মানুষ বিদ্যুৎসংক্রান্ত যেকোনো জটিলতায় পড়লে বিতরণ কোম্পানির কাছ থেকে যদি সেবা না পান, তাহলে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষকে জানাতে পারেন।

সারা দেশে ঈদের আগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য বিদ্যুতের উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ কোম্পানিকে পৃথকভাবে আগেই নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে। সূত্র : প্রতিদিনের বাংলাদেশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়