প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ২১:১৮
রোববার বাদ জোহর আখেরি মোনাজাত
ছারছীনা শরীফের মাহফিল শুক্রবার থেকে শুরু
শতাব্দীর ঐতিহ্যবাহী ও আধ্যাত্মিক প্রাণকেন্দ্র ছারছীনা দরবার শরীফের ১৩৪তম তিন দিনব্যাপী ঈসালে সাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন ২৯ নভেম্বর শুক্রবার থেকে শুরু শুরু হবে। মাহফিলে যোগদানের উদ্দেশ্যে ২৮ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে এম ভি ইয়াদ-১ লঞ্চ ছেড়ে যায়। ১ ডিসেম্বর বাদ জোহর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
জমইয়াতে হিযবুল্লাহর আমির ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন (মাদ্দাজিল্লুহুল আলি)-এর সভাপতিত্বে বৃহস্পতিবার বাদ মাগরিব জিকিরের তা'লীমের মাধ্যমে মাহফিলের উদ্বোধন হয় এবং রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি হবে। তিন দিনব্যাপী মাহফিলে ইসলামের নানা বিষয় নিয়ে আলোচনা করবেন ছারছীনা দরবার শরীফের ওলামায়ে কেরাম।
ইতোমধ্যে মাহফিলে যোগদানের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জমইয়াতে হিযবুল্লাহর ব্যানারে সংগঠনের নেতৃবৃন্দ ও দ্বীনদার মুসলমানদের ছারছীনা দরবারে উপস্থিত হতে দেখা গেছে।
উল্লেখ্য, প্রতি বছর ছারছীনা শরীফের মাহফিল ১৪, ১৫ ও ১৬ অগ্রহায়ণ অনুষ্ঠিত হয়। সে সুবাদে এ বছর ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর এই মাহফিল হচ্ছে।