প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ০০:০০
গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তায়
চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লালের উদ্যোগে মসজিদে কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল। অংশ নেন বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল মিজি, সহ-সভাপতি আলহাজ্ব আঃ বারেক গাজী, বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মাওঃ জাকির হোসেন হিরু, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আব্দুল মান্নান মিয়াজি, বাগাদী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শহীদ মোল্লা, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির খান, সাংগঠনিক সম্পাদক তারেক আলম হিটলার, অন্যতম সদস্য শাহাদাত হোসেন বাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফ উল্লাহ গাজী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহআলম মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন পাটোয়ারী,
ইউপি সদস্য মুনসুর খান, ফজলুর রহমান, ইউসুফ শেখ, মোশাররফ হোসেন, জাকির হোসেন খান, ইলিয়াস খান, মনির গাজী, দুদু গাজী, চৌরাস্তা বাজারের ব্যবসায়ী ডাঃ ছায়েদুজ্জামান, চৌরাস্তা বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ও ৮নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম রাজাসহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, চৌরাস্তা বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন পেশার লোকজন। সবশেষে সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের খতিব খাজা জোবায়ের।
উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লালের ব্যক্তিগত উদ্যোগে প্রতি বছরের ১৫ আগস্ট বাগাদী চৌরাস্তা বাজার জামে মসজিদে কোরআন খতম, মিলাদ, দোয়া ও তবররুকের আয়োজন করা হয়ে আসছে। তিনি বলেন, আমার মৃত্যুর আগ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপরোক্ত কর্মসূচি অব্যাহত থাকবে।