রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ০০:০০

ইমাম হোসাইন (রাঃ)-এর ত্যাগকে অনুসরণ করে আমাদের কুপ্রবৃত্তি ত্যাগে উদ্বুদ্ধ হতে হবে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর আয়োজনে পবিত্র আশুরা উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে ‘আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট মঙ্গলবার বেলা ১১টায় ফিশারী গেইট সংলগ্ন ইফার মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফার উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপ্রধানে আশুরার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওঃ মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার। তিনি বলেন, নবী-রাসূলদের জীবনে সংঘটিত মোজেজা ও ইতিহাসের বাঁক পরিবর্তনকারী অসংখ্য ঘটনার কারণে মানুষ সৃষ্টির শুরু থেকে আশুরা দিবসটি বিশেষ মর্যাদায় পালন করে আসছে। রাসুলুল্লাহ (সাঃ)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ)-এর শাহাদাত দিবস হিসেবে এ দিনটি বিশেষ গুরুত্বের সাথে বিবেচিত।

তিনি আরো বলেন, মহানবী (সাঃ)-এর ওফাতের ৫০ বছর পর হযরত ইমাম হোসাইন (রাঃ) অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হিজরি ৬১ সনে ইরাকের কারবালা প্রান্তরে শাহাদাতবরণ করেন। তাঁর শাহাদাতের ঘটনা ইসলামের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে। অন্যায়, অসত্য ও দুঃশাসনের বিরুদ্ধে পরিবার-পরিজন ও ভক্ত-অনুসারীদের নিয়ে তিনি পরাক্রান্ত শাসকশক্তির বিরুদ্ধে এক অসম লড়াইয়ে অবতীর্ণ হন এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। তাঁর এই বেনজির আত্মত্যাগ, সত্যনিষ্ঠা ও ন্যায়বাদিতা যুগ যুগ ধরে মুসলিম উম্মাহর কাছে এক অনিঃশেষ অনুপ্রেরণা হয়ে আছে এবং আগামীতেও থাকবে। হোসাইন (রাঃ)’র ত্যাগকে অনুসরণ করে আমাদের কুপ্রবৃত্তি ও অসদাচরণ ত্যাগে উদ্বুদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মসজিদভিত্তিক উন্নয়ন শিক্ষা (মউশিক) প্রকল্পের ফিল্ড অফিসার মাওলানা মোঃ বিল্লাল হোসেন। বক্তব্য রাখেন জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী।

মউশিক প্রকল্পের ফিল্ড সুপারভাইজার মোঃ সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি মোহাম্মদ আবু বকর বিন ফারুক। নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন মোঃ মাহবুবুর রহমান। পরে দেশ ও জাতির সুখণ্ডশান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করেন মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। সবশেষে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়