প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ০০:০০
আলোচনা, স্মৃতিচারণ এবং শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ফরিদগঞ্জে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস। ৭ আগস্ট রোববার বিকেলে ফরিদগঞ্জ ফিরোজা কলিম প্রশিক্ষণ কক্ষে ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলা ও ফরিদগঞ্জ থিয়েটার যৌথ উদ্যোগে কবিগুরুর ৮১তম প্রয়াণ দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার খুদে শিক্ষার্থী এবং ফরিদগঞ্জে থিয়েটারের নাট্য কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প নিশীথে অবলম্বনে নির্মিত নাটক ‘নিশীথে’ এবং বিশেষ নাটক ‘রক্তকরবী’ আলেখ্যা নিয়ে আলোচনা করা হয় এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সব সৃষ্টি নিয়ে আলোচনা অনুষ্ঠানে অংশ নেয় শিক্ষার্থীরা। আলোচনা পর্ব শেষে বিশ্বকবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
রবীন্দ্রনাথ ঠাকুর ১২৬৮ বাংলা সনের ২৫ বৈশাখ (ইংরেজি ১৮৬১ সালের ৭ মে) পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সারদাসুন্দরী দেবী। বাংলা ১৩৪৮ সনের ২২ শ্রাবণ কলকাতায় পৈতৃক বাসভবনে ইহলোক ত্যাগ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ কঁচি-কাচার মেলার সংগঠক ও ফরিদগঞ্জ থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম হাসান, শিশু শিক্ষার্থী নাট্যকর্মী জাবের আলম ইশান, সানজিদা নবী আদ্রিতা, নাজনীন ইসলাম মুনা, সাবিহা জাহান দিহা, আজরা আমান অধরা, শাহরিয়ার নবী আবরার, ফারিহা জাহান, জাহিদুল ইসলাম ফাহিম, শামীম পাটওয়ারীসহ অন্যরা।