রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ জুন ২০২২, ০০:০০

চাঁদপুর সরকারি মহিলা কলেজে ‘নজরুলের দেশপ্রেম ও জাতীয়তাবাদ’ শীর্ষক সেমিনার
অনলাইন ডেস্ক

১৩ জুন সোমবার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলা বিভাগ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান। আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরীসহ অন্য শিক্ষকবৃন্দ। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা ফেরদৌস। তাঁর প্রবন্ধের বিষয় ছিল ‘নজরুল সাহিত্যে দেশপ্রেম ও জাতীয়তাবাদ : একটি পর্যালোচনা’। সেমিনারে প্রবন্ধের উপর আলোচনা করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. কানিজ ফাতেমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুমা-তুন-নূর। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রভাষক নাছরিন সুলতানা শারমিন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শোষিত বঞ্চিত মানুষের মুক্তির জন্য কাজী নজরুল ইসলাম আজীবন সংগ্রাম করে গেছেন। মানবতার মুক্তি, ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরূদ্ধে তিনি সোচ্চার থেকে বাঙালি জাতীয়তাবাদ ও দেশপ্রেমের ঝাণ্ডা উড়িয়েছেন। নজরুল তাই চিরায়ত, সবসময় প্রাসঙ্গিক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়