মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২১, ০০:০০

মতলব দক্ষিণে পাটোয়ারী ফাউন্ডেশনের উদ্যোগে টিভিকাপ মিনি ক্রিকেট টুর্নামেন্ট
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের উদ্যোগে এবং ঘিলাতলী ও নারায়ণপুর যুবসমাজের যৌথ পরিচালনায় টিভিকাপ মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার ঘিলাতলী গাজী বাড়ি সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নারায়ণপুর সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব বনাম নারায়ণপুর গাজী বাড়ি স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। ১৪ ওভারের খেলায় ১০৮ রান করেন নারায়ণপুর সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে ৯০ রানে অলআউট হয় নারায়ণপুর গাজী বাড়ি স্পোর্টিং ক্লাব।

খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইকবাল হোসেন হাওলাদার, পাটোয়ারী ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য রাখেন ফাউন্ডশনের সদস্য মোঃ মহসিন পাটোয়ারী প্রমুখ।

উপস্থিত ছিলেন পাটোয়ারী ফাউন্ডেশনের সদস্য মোঃ সেলিম পাটোয়ারী, মেহেদী হাসান পাটোয়ারী, কাদির পাটোয়ারী, সুমন পাটোয়ারী, বাবু পাটোয়ারী, রুবেল পাটোয়ারী, খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আলাউদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম ঢালী, সাংগঠনিক সম্পাদক মোঃ মমিন মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

খেলা পরিচালনা করেন মোঃ আছেম পাটোয়ারী, সাহেদ হাওলাদার, ইমন মিয়াজী, সোহেল গাজী ও শাহাদাত গাজী। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মোঃ জনি মজুমদার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়