প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুরে করোনার প্রকোপ ক্রমান্বয়ে কমতে থাকলেও বাড়ছে করোনার টিকার প্রতি মানুষের আগ্রহ। বৃহস্পতিবার সকালে আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের দুটি টিকা প্রদান কেন্দ্রে করোনার টিকা নিতে আবারো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে এদিন নারীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। লম্বা লাইনে দাঁড়িয়ে তারা টিকা নিয়েছেন। টিকা নিতে আসা নারীদের দীর্ঘ লাইন পৌর পাঠাগার হতে হাসপাতালের সামনের সড়ক ছাপিয়ে সিভিল সার্জন কার্যালয় পর্যন্ত চলে যায়। হাসপাতালের ভেতর টিকা কেন্দ্রেও ভিড় ছিলো। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পালবাজার মোড় থেকে হাসপাতাল সম্মুখ ও ডিসির বাংলো পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। ছবিতে করোনা টিকা নিতে নারীদের দীর্ঘলাইন দেখা যাচ্ছে। ছবি : মিজানুর রহমান।