শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ
ফরহাদ চৌধুরী ॥

কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে কচুয়ায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ১১ সেপ্টেম্বর শনিবার উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া-আকানিয়া খালে ৫০ কেজি পোনা মাছ নিজস্ব অর্থায়নে অবমুক্ত করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, কচুয়ার কৃতী সন্তান মুক্তিযোদ্ধা ইঞ্জিনীয়ার একেএম আবদুল মোতালেব। কচুয়া বার্তার সম্পাদক আলমগীর তালুকদারের পরিচালনায় পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন একেএম আবদুল মোতালেব, কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আবুল খায়ের মজুমদার প্রমুখ।

ইঞ্জিনিয়ার একেএম আবদুল মোতালেব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নির্দেশনা অনুযায়ী আমি উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেছি। এ মাছ বড় হলে আমার এলাকার সাধারণ মানুষের উপকার হবে। এ সময় ইউপি সদস্য জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন প্রধান, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু তাহের, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুকুর আলম, সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়