প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মধুসূদন উচ্চ বিদ্যালয়ে গীতা পাঠ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
সরস্বতী পূজাকে কেন্দ্র করে চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাঝে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পূজার দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল উদ্দিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাসের সভাপ্রধানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা লিটন কান্তি দাস, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক বিমল চৌধুরী, বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ, সহকারী শিক্ষক দুলাল চন্দ্র রায়, বিশ্বনাথ চন্দ, অমল কান্তি নন্দী, তাপসী চক্রবর্তী, সিক্তা সাহাসহ অভিভাবক ও শিক্ষার্থীগণ। এদিন ব্যাপক আয়োজনে বিদ্যালয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীগণ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দেবীচরণে অঞ্জলি প্রদান করেন। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়।