প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলাধীন ঐতিহ্যবাহী মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২৩-এর ২৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত ছিলো মনোনয়ন উত্তোলন ও জমাদানের শেষ সময়। মোট ৭ জন পুরুষ অভিভাবক সদস্য পদে ফরম উত্তোলন করলেও শেষ পর্যন্ত ৪ জন পুরুষ ও একজন নারী সদস্য মনোনয়নপত্র জমা দেন বলে জানা যায়। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন প্রার্থী নির্বাচিত হওয়ার পথে। প্রার্থীরা হলেন বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মাসুদ রানা ও মোঃ মোস্তফা গাজী। অপর ৩ জন হলেন মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সেলিম গাজী ও শারমিন আক্তার।