প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২১, ০০:০০
ব্রাহ্মণবাড়িয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টের সুরমা অঞ্চলের প্রথম খেলায় ব্রাহ্মণবাড়িয়ার সাথে ২-০ গোলে হেরেছে চাঁদপুর জেলা ফুটবল দল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী একই দলের সাথে ফিরতি ম্যাচে আগামী ৭ ডিসেম্বর চাঁদপুর স্টেডিয়ামে দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলা ফুটবল দল।
গতকাল শনিবার বিকেলে দু’দলই স্ব স্ব জেলার ফুটবলারদের নিয়ে মাঠে নামেন। খেলার প্রথমার্ধের মাঝামাঝি সময় চাঁদপুরের বিপক্ষে চমৎকার একটি গোল করে খেলায় এগিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা। প্রথমার্ধের খেলা ১-০ গোলে শেষ হয়।
খেলার দ্বিতীয়ার্ধে চাঁদপুর জেলা দল গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা দল বড় ব্যবধানে জয়ী হওয়ার জন্য লড়তে থাকে। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে চাঁদপুর দলের খেলোয়াড়দের ভুলের কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা দল দ্বিতীয় গোলটি করে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।
চাঁদপুর জেলা ফুটবল দলের খেলোয়াড়রা হলেন : সোহরাব, সাইফ, মেহেদী, শামীম, ইমরান, সায়মন, আনোয়ার, ফরহাদ, তরিকুল, জুনায়েদ, আশিক, আমানুল্লাহ, ইয়াকুব, ওমর ফারুক, সুব্রত, আব্দুল্লাহ, রিপন ও জহির। কোচ ইউসুফ ও স্বপন। টিম ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মুজিবুর রহমান।