শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুরে প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরে ৩০তম আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২০জন প্রতিবন্ধীকে ভাতাবই, ১১জন প্রতিবন্ধীকে সুবর্ণ নাগরিকের সনদ, ১জনকে হুইলচেয়ার প্রদান করা হয়। গত ৩ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টায় চাঁদপুরের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। তিনি বলেন, বিশ^ব্যাপী এ দিবসটি উদ্যাপন হচ্ছে। ভালো লাগছে আজকে এ দিবসটি উদ্যাপন করতে পেরে। আমরা আসলে মুখে যত কথাই বলি না কেন, পরিবারে একজন প্রতিবন্ধী থাকা অনেক কষ্টকর ব্যাপার। আমরা চাই না কোনো পরিবারে প্রতিবন্ধী থাকুক। বর্তমানে যে সংখ্যার প্রতিবন্ধী রয়েছে, তা নেহাত কম নয়। সামনের দিনগুলোতে যদি উন্নতির দিকে এগুতে চাই, তাহলে এ সংখ্যাকে কমিয়ে আনতে হবে।

তিনি আরো বলেন, প্রতিবন্ধী মানুষ হিসেবে জন্মগ্রহণ করা অপরাধ নয়। আমাদের উচিত হবে তাদের মৌলিক চাহিদা পূরণ করা। আমরা যারা সুস্থ তাদের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, পুলিশ সুপার কার্যালয়ের ইন্সপেক্টর জামাল হোসেন মীর প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর সমাজকর্মী মোঃ কামরুজ্জামান। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রতিবন্ধীদের মাঝে ভাতাবই ও হুইল চেয়ার বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়