শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০

হাইমচরে ২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জনসহ ৭৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

হাইমচর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে ২নং আলগী উত্তর ইউনিয়ন ও ৪নং নীলকমল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে ৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গত মঙ্গলবার ও গত বুধবার এই দু’দিনে উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মামুনের নিকট হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন এ সকল প্রার্থীরা। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এই মনোনয়নপত্র বিতরণ হবে বলে জানা গেছে।

নির্বাচন অফিস সূত্র জানা যায়, ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে চেয়ারম্যান পদে ২ জ, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে ৩ জন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে ৩ জন এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ২ জন। সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ৪ জন, ৩নং ওয়ার্ডে ৪জন, ৪নং ওয়ার্ডে ৪জন, ৫নং ওয়ার্ডে ৫জন, ৬নং ওয়ার্ডে ১জন, ৭নং ওয়ার্ডে ২ জন, ৮নং ওয়ার্ডে ৩ জন ও ৯নং ওয়ার্ডে ৪ জনসহ মোট ৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

৪নং নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে চেয়ারম্যান পদে মোঃ সালাউদ্দিন সরদার, সাউদ আল নাসের, মোঃ নোয়াব মোল্লাসহ ৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। আর সংরক্ষিত মহিলা সদস্য পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে ২ জন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে ২ জন এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ৩ জন। সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে ৩জন, ২নং ওয়ার্ডে ২ জন, ৩নং ওয়ার্ডে ২ জন, ৪নং ওয়ার্ডে ২জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ২ জন, ৭নং ওয়ার্ডে ২ জন, ৮নং ওয়ার্ডে ৩ জন এবং ৯নং ওয়ার্ডে ৩ জনসহ মোট ৩৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মামুন জানান, ২ ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র হতে ৬জন, সংরক্ষিত সদস্য পদে ১৫ জন এবং সাধারণ সদস্য ৫২জনসহ মোট ৭৩জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। ২দিনে এখনো পর্যন্ত কোনো ফরম জমা হয় না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়