শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুর সদর কোর্টের বিচারক শাহীন সিরাজের বদলিজনিত বিদায়
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর সদর কোর্টের বিচারক শাহীন সিরাজের বদলিজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিনি গত তিন বছর সুনাম, দক্ষতা ও সততার সাথে চাঁদপুরের বিচারপ্রার্থীদের বিচারিক সেবা প্রদান করেন। তিনি শত শত মোকদ্দমা আপসে নিষ্পত্তি করেন। একজন মানবিক বিচারক হিসেবে তিনি সুখ্যাতি অর্জন করেন। বহু জটিল ও কঠিন মোকদ্দমা তিনি এজলাশে এবং চেম্বারে বসে আপস-নিষ্পত্তি করেছেন। তার আদালতের যে কোনো পারিবারিক মোকদ্দমা তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততার সাথে নিষ্পত্তি করতেন। তিনি বহু পারিবারিক মোকদ্দমায় আপস করে স্বামী, স্ত্রীর সম্পর্ক জোড়া দিয়েছেন। তাঁর আদালতে বর্তমানে কোনো একতরফা মোকদ্দমা পেন্ডিং নেই। তিনি কেবল একজন ভালো বিচারক নন, তিনি একজন ভালো টেনিস ও ব্যাডমিন্টন খেলোয়াড়ও। তিনি মুন্সিগঞ্জকে হারিয়ে আন্তঃজেলা টেনিস টুর্নামেন্টে চাঁদপুরের জন্য ট্রফি নিয়ে আসেন। তিনি জজ কোর্ট কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন। তাঁর বিদায়ে বিচারপার্থী, বিজ্ঞ আইনজীবী, আদালতের স্টাফদের মধ্যে বেদনার সুর বেজে উঠে। তাঁর সম্মানে জেলা জজ আদালত, চাঁদপুর ক্লাব, আইনজীবী সমিতিসহ কিছু স্থানে ফেয়ারওয়েল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। তিনি চাঁদপুরের মাটি ও মানুষকে ভীষণ ভালোবাসেন। তিনি সকলের দোয়া প্রার্থী। গতকাল বৃহস্পতিবার শেষ কর্মদিবসে তাঁকে জেলা আইনজীবী সমিতি, অন্যান্য আইনজীবী ও আদালতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তিনি ফেনীতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে বদলি হয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়